জ্ঞান মানুষের জীবনের সব থেকে বড় এবং মহা-মূল্যবান সম্পদ। যদি মানুষের জ্ঞান না থাকতো। তাহলে মানুষও চতুষ্পদ প্রাণিদের মত হতো। তাই জ্ঞানের মূল্য হয় না। একমাত্র এই জ্ঞানের মালিক তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। যিনি এই সমগ্রহ বিশ্বজগতের মালিক। তিনিই জ্ঞানীদের জ্ঞানী – মহাজ্ঞানী। আমরা এখানে বিন্দুকায় প্রাণিমাত্র। আমরা এখানে – মানে মহাজ্ঞানী ওয়বসাইটে, আমরা যা জানি, তা আপনাদের সাথে শেয়ার করব। জ্ঞান শেয়ার করলে কমে না বরং ঠিকে থাকে। আমরা আশাকরি এই মহাজ্ঞানী ওয়েবসাইটি হতে আপনারা সকলে লাভবান হবেন। এখানে আমরা চেষ্টা করব, সকল ধরনের মানুষ ও তথা সৃষ্টিকূলের কাজে আসে। সেই বিষয়ের জ্ঞানমূলক তথ্য গুলোকে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করব।